ইয়ামিন হাসান, (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাউটেনগর গ্রামের বাসিন্দা বিধবা আলেয়া এবং তার পরিবারের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলরার বেলা ৫টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কাউটেনগর বোয়ালীহাট বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন গ্রামের সর্বস্তরের মানুষ। এ বিষয়ে
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় আলেয়া বেগমের থানায় দায়েরকৃত মামলার পর পরই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।