ইয়ামিন হাসান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের মূূল ফটকের সামনে ঘাটাইল উপজেলা সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ঘাটাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত। তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে হত্যা না করা হয়। সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি কার্যকর করতে হবে। এসময় সাংবাদিক ইয়ামিন হাসানের সঞ্চালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক আজকের প্রত্রিকার ঘাটাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, দৈনিক যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমান, মোহনা টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক মানবজমিন ঘাটাইল প্রতিনিধি এবিএম আতিকুর রহমান, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব, দৈনিক বাংলাদেশের আলো ঘাটাইল প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, বাংলা নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি রাহাতুজ্জামন, দৈনিক ঢাকা প্রতিদিন ঘাটাইল প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, বাংলাদেশ টুডে প্রতিনিধি নজরুল ইসলাম।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, নিউজ২১ এর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাসান, মাই টিভি ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া, চ্যানেল এস ঘাটাইল প্রতিনিধি মারুফ হোসেন, দৈনিক লাখো কণ্ঠের ঘাটাইল প্রতিনিধি নাসির উদ্দীন রিপন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের মোঃ শফিকুল ইসলাম, দৈনিক মজলুমের কণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম রাজু, মুভি বাংলা টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ আশিক, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজিম উদ্দীন, দৈনিক সংগ্রামের ঘাটাইল প্রতিনিধি খায়রুল ইসলাম। দৈনিক সকালের শিরোনাম প্রতিনিধি মাঈনুল ইসলাম স্বপন, দৈনিক দৃষ্টি প্রতিদিনের প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক বাংলাদেশ সমাচার ঘাটাইল প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক গণমানুষের কন্ঠ ঘাটাইল প্রতিনিধি আঃ রহিম, দৈনিক সকাল ঘাটাইল প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক আই বার্তা ঘাটাইল প্রতিনিধি ইমরান হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।