সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে  মানববন্ধন ও সমাবেশ

শেয়ার

  মনসুর আহাম্মেদ  প্রতিনিধি :

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  মানববন্ধন। গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও আসামিদের শাস্তির দাবিতে পীরগঞ্জে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ০৯/০৮/২০২৫ আজ শনিবার  বেলা ১২ টার  পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে পীরগঞ্জ  প্রেসক্লাব। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকেরা।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি  জয়নাল আবেদীন বাবুল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম,প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবীর, পীরগঞ্জ উপজেলার সিপিবি  সাধরান সম্পাদক মর্তুজা আলম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহাম্মেদ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেন,সাংবাদিক বিষ্ণুপদ রায়, নূরনবী রানা প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter