বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার

মনসুর আহমেদ স্টাফ রিপোর্টার : জনগনের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিশুশ্রমকে নিরসন করে কিভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা বেশি গুরুত্ব দেবে বিএনপি।

শনিবার শহরের ইএসডিও’র গোবিন্দনগরস্থ প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে ইএসডিও’র অভিজ্ঞতা উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের। ইএসডিও’র এই সফলতা তাদের প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি তাদের এই সফলতা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে শিশুশ্রম নিরসন করা সম্ভব।

ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্কারন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter