ইয়ামিন হাসান, স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুলে উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার ২২ জুলাই গ্রেট হার্ট হাই স্কুলে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই শোকাবহ মুহূর্তে নিহতদের আত্মার শান্তি কামনায় স্কুলের ধর্মীয় শিক্ষক রহিক উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তি হতাহত হয়েছেন, যা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নামিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাতেই এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন,প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সাহা সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা বৃন্দরা। , এসময় তারা অত্যন্ত গাম্ভীর্যের সাথে এই শোক ও প্রার্থনায় অংশ নেন।