আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার
মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কতৃক আয়োজিত ৩৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
এসময় রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেল্লাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও
জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, আবাদ তাকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শফিউর রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্টজনরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। সেজন্য প্রথম থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনে চলার পথে নানারকম প্রতিবন্ধকতা তৈরি হবে। তবে কৌশল ও ধৈর্য্যের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে নিজ এলাকার পরিচিতি সুনামের সঙ্গে সমগ্র বাংলাদেশে তুলে ধরতে হবে।