ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঠাকুরগাঁও প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে সভায় সংগঠনটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সহ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: গোলাম সারোয়ার স¤্রাট, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, ক্রীড়া সম্পাদক নবীন হাসান, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, সদস্য জয়নাল আবেদীন বাবুল, ফাতেমা তু ছোগড়া, খোদা বকস ডাবলু, এসএম জসিম উদ্দিন, বদরুল ইসলাম বিপ্লব, হারুন অর রশিদ, শাহ মো: নাজমুল ইসলাম, মো: রেজওয়ানুল হক রিজু, শারমিন হাসান প্রমুখ।
সভায় আগামী ২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট ঘোষনা করা হয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।