হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আই.ডি.এফ.এন নামে এক হস্তশিল্প সংস্থা চাকুরীর প্রলোভন দেখিয়ে ও ১৫০ টি পরিবারের কাছে সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছেন সংস্থাটি। এর মধ্যে ২৮ জন সদস্যের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা দাবি করে রবিবার (২০ জুলাই) হরিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনতা রানী। জানা যায়, হরিপুর উপজেলার রাবেয়া মোড় এলাকায় মেসার্স তমিজ উদ্দিন মিল মালিকের বাড়িতে আই. ডি. এফ. এন নামে এক হস্তশিল্প সংস্থা সাইনবোর্ড ঝুলিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতেন। থানায় অভিযোগকারী জনতা রানী বলেন ওই অফিসের পাশেই আমি আমার পরিবার নিয়ে থাকি। এই সুবাদে ওই অফিসের রকি আহমদ নামে এক ব্যক্তি ম্যানেজার পরিচয় দেয় এবং ওই অফিসের আমাকে আয়া পদে চাকরি দিবে বলে, আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাইলে আমি পঞ্চাশ হাজার টাকা দেই। বাকি টাকা পরে দেওয়ার কথা হয়। কোন কাগজপত্র ছাড়াই গত ৯ জুলাই মৌখিকভাবে আমাকে অফিসে যোগদান এবং কাজ করতে অনুমতি প্রদান করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ১৯ জুলাই ৪ জন সদস্যের ঋণের জন্য দেওয়া সঞ্চয়ের ৩৬ হাজার ৫০০ টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। রবিবার ২০ জুলাই সদস্যরা ঋণের জন্য অফিসে এলে কাউকে না পাওয়া গেলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে ।সদস্য নাজমা, ইসমাইল, সোহেল ও খলিলসহ সকলেই বলেন ১০ হাজার টাকা সঞ্চয় করলে এক লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা ছিল । কিন্তু তারা আমাদের সঞ্চয়ের টাকা নিয়েই পালিয়েছেন আমি সহ উপস্থিত ২৮ জন সদস্য হরিপুর থানায় ওই প্রতারক চক্রের বিরুদ্ধে প্রায় পাঁচ লক্ষ টাকার অভিযোগ করেছে। এভাবে হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম গুলোতে প্রায় ১৫০টি পরিবার এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।