বালিয়াডাঙ্গীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিল দুই চাচাতো ভাই সোহান আলী (৮) ও সিয়াম হোসেন (৭)। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দুজনে। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় সোহান আলী। তবে দুজনের কেউই বেঁচে ফিরতে পারেনি।

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করত সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি, তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়। পরিবারের স্বজনেরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

সোহানের নানা গনা মোহাম্মদ বলেন, ‘আমার নাতি বলত, আমি মারা গেলে জানাজা পড়াবে। আজ আমার সেই নাতিরই জানাজা পড়তে হলো।’

নিহতদের মাদ্রাসার শিক্ষক বলেন, ‘সোহান ও সিয়াম দুজনই অত্যন্ত ভদ্র ও নামাজি ছেলে ছিল। মাদ্রাসার সব শিক্ষক তাদের ভালোবাসতেন। তারা মাদ্রাসায় নুরানি বিভাগে প্রথম শ্রেণিতে পড়তেন। এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত ও বাকরুদ্ধ।’

নিহতদের দাদি মাহমুদা বলেন, ‘তারা তো ছিল আমাদের চোখের মণি। দুই ভাইয়ের একটি করে সন্তান। এখন তো সবই শেষ।’

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter