পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে অবহিত করণ সভা

শেয়ার

মনসুর আহাম্মেদ স্টাফ রিপোর্ট ঃ  প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসো অধিদপ্তরের গৃহীত প্রকল্পের অবহিত করণ সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, জয়নাল আবেদিন, নরসুন্দর সমিতির নেতা প্রফুল্ল চন্দ্র শীল প্রমূখ। সভায় ইউনিয়ন চেয়ারম্যান, প্রান্তিক পর্যায়ের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সভায় কামার, কুমার, নরসুন্দর, শিল্পী, বাদ্যযন্ত্র মেরামতকারী, জুতা সেলাই কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ সহ সমাজের পিছিয়ে পড়াদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষন ও সহায়তা বিষয়ে আলোকপাত করা হয়।

পীরগঞ্জে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গন আবেদ

 (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে গন আবেদন করেছেন এলাকাবাসি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ প্রেসক্লাব ও হাজীপুর ইউপি চেয়ারম্যান কাছে এ গণআবেদন করা হয়।
৬৩৮ জন স্বাক্ষরিত গন আবেদনে উল্লেখ করা হয়,  পীরগঞ্জ উপজেলা হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামের দরিমান আলীর ছেলে ইসাহাক আলী ও তার স্ত্রী নুরেফা দীর্ঘদিন ধরে ভেবড়া বোর্ডের হাট বাজার সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। তারা আইনশৃংখলা বাহিনী হাতে ইতির্পার্বে গ্রেপ্তারও হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলাকায় প্রকাশে মাদক দ্রব্য বিক্রি করছে।  বিষয়টি এলাকার সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তারা মাদক বিক্রি করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী দম্পতিদ্বয় এলাকার মানুষকে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়া হুমকি দিচ্ছে। তাদের বেপরোয়া মাদক ব্যবসায় এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। গন আবেদন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আদেবন পাওয়া গেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক উৎসববন্ধন ও আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ÒThe evidence is clear: Invest in prevention. Break the cycleÒ  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫।  এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উৎসববন্ধন ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় উৎসববন্ধন। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসববন্ধন এর শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ সহ অনেকে। 

আলোচনা সভায় মাদকের কুফল তুলে ধরে এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন “মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter