মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।গতকাল রবিবার (২৫ মে) দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
এ নিয়ে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , গত কাল রাতে কোনো একসময় ওই কবর স্থান থেকে ৪ টি কঙ্কাল নিয়ে যায় দুুর্বৃত্তরা। সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানের মাঠে গরু চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। দেখতে পেয়ে এলাকার লোকজন জমায়েত হন এবং থানা পুলিশকে খবর দেয়।
ওই এলাকার জবিবর রহমান জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা।
রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত সাক্ষাপে আইন আইনু ব্যবস্থা নেওয়া হবে।