গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মারামারি। পদে পদে দুইযুগ ধরে চলছে এই বিরোধ। দফায় দফায় গ্রাম্য শালিসি বৈঠকে সমাধান করে দিলেও মানতে নারাজ বিবাদীরা। ঘটনাটি ঘটে ময়মনসিংহের সিটি কর্পোরেশন এর ৩১নং ওয়ার্ডের চর গোবিন্দপুরে।
এ বিষয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম ফকির থানায় ও আদালতে একাধিকবার অভিযোগ করলেও কোন সমাধান পায়নি। ভুক্তভোগী নজরুল সহ এলাকাবাসী বলেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর বাসার কাজের বুয়া বিবাদী মাজেদা মন্ত্রীর পাওয়ার দেখিয়ে পদে পদে হয়রানি সহ নিজস্ব দলবল নিয়ে বিভিন্ন সময়ে হামলা করে।
এ হামলায় কয়েকবার হাসপাতালে ভর্তি হয় ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম সহ তার পরিবার। এরই জের ধরে গত শনিবার সকালে ১৭ মে দুপুরে শালিসি বৈঠকে আবারো চড়াও হয় নজরুল ইসলাম ফকির এর উপর। আবারো হামলা করে নজরুলকে। ব্যপক মারধর করে আহত করে বিবাদীরা। এতে শালিসি বৈঠক থেকে স্থানীয় বিচারগণ নজরুলকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
পরে থানায় নজরুল বাদী হয়ে অভিযোগ দায়ের করে। এরই ভিত্তিতে সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে গেলে বিবাদীরা সাংবাদিকগণকেও অকাত্য ভাষায় গালমন্দ করে। উল্লেখ্য যে মামলার বাদী নজরুল ইসলাম তার জমির সকল দলিল এলাকাবাসীকে দেখান এবং বিবাদীরা কোন দলিল দেখাতে ব্যর্থ হন। তারা বলেন আমাদের দলিল কোর্টে আছে আমাদের কাছে নেই।