ঠাকুরগাঁওয়ে চায়ের মান বৃদ্ধির লক্ষে চা চাষিদের সাথে আলোচনা

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“টেকসই খাদ্যের উন্নত বাজার সুযোগের জন্য স্মার্ট কৃষিকাজ প্রকল্পে”র আওতায় ঠাকুরগাঁওয়ে চা চাষিদের নিয়ে গুণগত মানে চা উৎপাদন, যান্ত্রিকীকরণ ও উত্তরণের উপায় সংক্রান্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পিতবার দুপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চত্বরে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্র্রশাসক ইশরাত ফারজানা।

গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ,বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান,উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আমির হোসেন,সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা প্রমূখ।

এসময় বক্তরা বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে চা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নারীনেতৃত্বাধীন চা কো-অপারেটিভের ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য।

এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন চা চাষিদের প্রশ্নের জবাব দেন চা বোর্ডের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter