ইয়ামিন হাসান, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছে ।১৫ মে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ ঘটিকায় স্কুলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিষ নামক স্থানে মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক দিয়ে আসা পিকাপভ্যানের চাপায় ধলাপাড়া ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত মিজানুর রহমান(৩২) ধানবাড়ি উপজেলার জদুনাথপুর কলহকোড়া গ্রামের মৃত আ: রহিম মিয়ার ছোট ছেলে। নিহত মিজানুর চার ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। কষ্ট করেই লেখাপড়া শেষ করেই এনটিআরসি নিয়োগে সদ্য চাকুরি হয় ঘাটাইলের ধলাপাড়া ছমির উদ্দিন গণ উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন যাবত চাকুরী সুবাদে ঘাটাইলের রতনবরিষ গ্রামে স্ত্রী নিয়ে শশুর বাড়িতেই থাকতেন মিজান।শশুর বাড়ি থেকেই নিয়মিত স্কুলে যাতায়াত করতেন। নতুন চাকুরি ও দাম্পত্য জীবন শুরু প্রায় ১ বছরের মাথায় চলে গেলেন না ফেরার দেশে। স্ত্রী মরিয়ম (২২) যেন তার স্বামীর অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পাচ্ছে না। বার বার জ্ঞান হারাচ্ছে।জানা যায় অন্তসত্তাও তিনি।এ মর্মান্তিক ঘটনা নিয়ে আত্মীয় স্বজনের আহাজারি। নিহতের ভাই যেন মেনেই নিতে পারছে না ভাইয়ের অকাল মৃত্যু। বার বার কেমনে গেলিরে ভাই, মটরসাইকেল তরে খাইলো বলে মাটিতে লুটিয়ে পরেছে।বৃদ্ধ মা যেন বাকরুদ্ধ অবস্থায়। এ ঘটনায় শোকের মাতম বইছে এলাকায়।এ বিষয়ে মুঠোফোনে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বলেন নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ হয়নি। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।