ইয়ামিন হাসান,স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ঘাটাইলে টায়ারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৪ মে বুধবার আনুমানিক রাত্রি সাড়ে নয় ঘটিকায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও এতে প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক জিল্লুর রহমান ।ময়মনসিংহ -টাঙ্গাইল রোড ঘেষেই ঘাটাইল উপজেলা প্রধান গেটের বিপরীত পাশে থাকা যুথি বীথি ওয়ার্কশপ, টায়ার ও পার্টসের দোকানে এ ঘটনা ঘটে। দোকানে বিভিন্ন প্রকার মোটরসাইকেল, গাড়ির টায়ার, ও পার্টস যাবতীয় মালামাল বিক্রি করা হতো।
এ সময় আগুন নেভাতে ঘাটাইল উপজেলা প্রশাসন, সেচ্ছাসেবী জনগণ ও ফায়ার সার্ভিসের নেত্বতে ২ ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে দোকানে থাকা সকল মালামাল প্রায় পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে ধারনা করা হয় বৈদ্যতিক সর্ট সার্কিট হতেই আগুনের সুত্রপাত হতে পারে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ জানান দোকানটি টায়ার জাতীয় পন্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে এবং মুহূর্তে দোকানের সকল মালামাল পুড়ে যায়।এ ঘটনায় প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়।সর্বশেষ স্থানীয় জনগণ,এবং পাশেই উপজেলা পরিষদের পুকুর থাকায় ও ফায়ার সার্ভিস দ্রুত প্রচেষ্টায় আরও বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। পরিশেষে সকলের উদ্দেশ্য সচেতন করে বলেন সকল প্রতিষ্ঠানে আগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা অতীব জরুরি। এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে আশপাশের পুকুর
ব্যাপক ভূমিকা কাজ করে। তাই পুকুর না ভরাট করার পরামর্শ দেন তিনি।