গোলাম রব্বানী (বিএসসি) হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র উপর গাজীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ মে) বিকাল ৫:০০ ঘটিকায় হরিপুর উপজেলার মেইন গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সংগঠক হিসেবে নেতৃত্ব প্রদান করেন এম এইচ মোকারব হায়দার কাঞ্চন, আরাফাত হোসেন বুলবুল, মো. মতূর্জা আলম সোহেল রানা ও বাহাদুর । উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রধান গেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এম,এইচ মোকারব হায়দার কাঞ্চন বলেন সন্ত্রাসীদের কোন দল বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, হরিপুরে দুর্নীতির হাত বদল হয়েছে কিন্তু দুর্নীতি ধারার কোন কিছু পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন হাসনাত আব্দুল্লাহ আমাদের দেশের সম্পদ শুধু এনসিপির সম্পদ না এ সম্পদকে আমরা কখনো হারিয়ে যেতে দেব না। ৩০ মিনিট ধরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্থায়ী ছিল।