রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

শেয়ার

 

মাহাবুব আলম স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইমুদ্দিন বাচোর সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ঐ এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়,ঘটনার দিন সকালে নিহতের বড় ছেলে আব্দুল আওয়াল ও তাঁর বাবা একসাথে বাসা থেকে বের হয়ে চা খেতে যায়। চা খেয়ে আওয়াল ধান ক্ষেতে স্প্রে দিতে চলে যায়। তাঁর বাবা নতুন বাড়ির ছাদে পানি দেয়ার জন্য গেলে পরে আর বাসায় আসে নি দুপুরে বাসায় না পেয়ে খুঁজতে নতুন বাসায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কিশোর কুমার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter