হরিপুরের পুকুরের পানিতে ডুবে দুটি শিশু মৃত্যু

শেয়ার

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বকুয়া ইউনিয়ন পরিষদের ভৈষা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । এরা হচ্ছে মোছা, জান্নাতুন(৯) পিতা, জাহেরুল, ও মোছা, তাজরিন(১১) পিতা আঃ হাকিম,
তাজরিন ৫ম শ্রেণির ছাত্রী ছিলো।
( ২৬-৪-২০২৫ ইং তারিখে) দুপুরে বাড়ির পাশে পুকুরের কয়েক মিলে গোসল করতে গেলে, একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে সবাই খোঁজ খুঁজি করে। তখন বাড়িতে খবর দেয়।
তাজরিন ও জান্নাতুন এর বাবা মা সহ দীর্ঘক্ষণ সময়ে খোঁজা খুঁজি করার পর পুকুরে, মেয়ের লাশ পানিতে ভাসতে থাকে। লাশ তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসে।
হরিপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। হরিপুর থানা অফিসার ইনচার্জ মো,জাকিয়া মন্ডল জিজ্ঞেস করা হলে তিনি জানান, কিসমত ভৈষা গ্রামের দুটি শিশু পানিতে ডুবে মৃত্যর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হবে।পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, কি করা যায় এমনটাই জানিয়েছেন প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter