বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী আটক

শেয়ার

বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। 

আটককৃত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার (৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন (২৪) ও তার ১০ মাসের ছেলে রায়হান, জুয়েলের স্ত্রী নারগিস (২২), হোসেন আলীর মেয়ে মোরসেদা খাতুন(২০), বাবুলের মেয়ে রাবেয়া (২০) ও শিপনের স্ত্রী শাহানা আক্তার (২৩)।

ভুক্তভোগী নারী তানিয়া জানান, তিনি দুপুরে বাজার থেকে বাড়িতে আসার জন্য ইজিবাইকে উঠেন।এসময় তার সাথে সাথে আরো ৬ নারী একই ইজিবাইকে উঠেন। এর কিছু সময় পরে ৬ নারী তাদের নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে তার গলা থেকে চেন টানদিয়ে ছিড়ে নেয়। এসময় তিনি চিৎকার করলে ইজিবাইক চালক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা এসে এই ৬ জন নারীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের চেন ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক হয় ৬ নারী ছিনতাইকারী। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রকরের ৬ নারীকে আটক করা হয়। এর মধ্যে সুলতানা খাতুনের একটি ১০ মাসের শিশু সন্তান রয়েছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter