ইয়ামিন হাসান,
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ৪ টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান পালনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনের বলেন,সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান পালন সাম্প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী সৎ সংগঠন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। উক্ত সংগঠনের নামে বিএনপির কোন অঙ্গ ও সহযোগী সংগঠন আছে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। এ সংগঠনের দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিগত দিনে সাবেক সভাপতি পালনের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। জয়নাল আবেদীন লিখিত বক্তব্যে কেন্দ্রীয়,জেলা ও উপজেলা বিএনপির নিকট পালনের প্রাথমিক পদ থেকে বহিষ্কারের দাবী জানায়। এতে উপস্থিতি ছিলেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন খান, সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি রফিক পুলিশ, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক দেওয়ান, জিয়া মঞ্চ সংগ্রামপুর ইউনিয়ের সহ-সভাপতি আব্দুল আজিজ মোগল, সংগ্রামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছনখোলা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক শাহীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।