ইয়ামিন হাসান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
নিখোঁজের তিন পর টাঙ্গাইলের কালিহাতীতে একটি সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকার জামাল বাদশার সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।
আব্দুল আলীম পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের জহুরুলের ছেলে। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা বাড়ির পেছনে গেলে সেপটিক ট্যাংকের কাছ থেকে পচা দুর্গন্ধ পেয়ে সেফটি ট্যাংকের কাছে এগিয়ে গেলে ট্যাংকের ভেতরে লাশের মতো কিছু দেখতে পায়। পরে এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়।
এরপর পুলিশ এসে সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের সঙ্গে থাকা মানিব্যাগের ভেতর মোটরসাইকেলের কিছু কাগজপত্র দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে খবর পেয়ে আলীমের পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখে শনাক্ত করে।
পরিবার জানায়, আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি এবং অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে জানতে পারেন একটি মরদেহ উদ্ধার খবর। তাদের ধারণা, কেউ আব্দুর আলীমকে হত্যা করে তার মরদেহ ঘুম করার উদ্দেশে সেপটিক ট্যাংকে ফেলেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয় এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।