শার্শায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালী অনুষ্ঠিত 

শেয়ার

বেনাপোল প্রতিনিধি : বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ  গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পতুল, রঙিন প্লেকার্ড আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা। বাংলা নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও আনন্দ শোভা যাত্রাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করেছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter