ইয়ামিন হাসান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনূর্ধ ১৭) এর ঘাটাইল উপজেলার কৃতি ফুটবলারদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ই এপ্রিল) বিকাল ৩টায় ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার মো শফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা হিসাব রক্ষক অফিসার মোঃ লিয়াকত আলীসহ আরো অনেকে।
পরিশেষে খেলার ফলাফল ঘাটাইল উপজেলা বালিকা দলকে ১ গোলে হারিয়ে ধনবাড়ি উপজেলা ২ গোলে বিজয়ী হয়। বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।