রাণীশংকৈলে স্কুল ঘেঁষে পুকুর খনন,ঝুঁকিতে শিক্ষার্থীরা।’

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘেঁষে একটি বড় পুকুর খনন করা হচ্ছে। হঠাৎ পুকুর খননের কারণে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে ও ঝুঁকিতে রয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক,
ও অভিভাবকেরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলাচলের মূল রাস্তার পাশে নতুন করে প্রায় এক একর জমিতে বিশাল গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। পুকুরটির পশ্চিম পাশে সাধারণ মানুষের চলাচলের রাস্তা আর পূর্ব পাশে
ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘেঁষে আছে পুকুরটি। এ ছাড়া বিদ্যালয়ের মাঠের জমি পাড়ের সঙ্গে পুকুরে ধসে গেছে। বিদ্যালয়ের মাঠ থেকে পুকুরের খনন গভীরতা প্রায় ২০ ফুট। ফলে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুলের মাঠে খেলাধুলা বেশ বুঝি মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিভাবকেরা বলছেন, যেভাবে পুকুরটি খনন করা হয়েছে, তাতে ছোট শিশুরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। এ কারণে অনেক অভিভাবক শিক্ষার্থীদের আপাতত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়ের মাঠের নিরাপত্তা না পাওয়া গেলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী না পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাবে। তাই দ্রুত মাঠের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া জরুরি।

খোঁজ নিয়ে জানা গেছে, পুকুরটি ওয়ারিশের সম্পত্তি। এ কারণে ১০ জনের অধিক মিলে খণ্ড খণ্ড করে পুকুর খনন করছেন। খননের বিষয়ে পুকুরের জমির মালিক মোহাম্মদ আলীসহ অনেকের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফেন্সি বেগম বলেন, ‘রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এখানকার জমির মালিকেরা পুকুরটি খনন শুরু করেন। বাধা দিলেও তাঁরা মানেননি। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে পুকুর খনন বন্ধ করা হয়েছে। বর্তমানে পুকুরটির কারণে ভয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter