‎হরিপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

শেয়ার



‎গোলাম রব্বানী(বিএসসি) হরিপুর প্রতিনিধিঃ

‎সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ স্কাউটস হরিপুর ঠাকুরগাঁও এর আয়োজনেঃ বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলঃ ” সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম”।
‎মঙ্গলবার (৮ এপ্রিল/২৫) সকাল ১০ ঘটিকায় হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালী  বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে ঘন্টাব্যাপী সময় ধরে সেখানে আলোচনা হয় ।
‎বিশ্ব স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল। ১৯০৭ সালে স্কাউটস আন্দোলন শুরু হয়, তারই ধারাবাহিকতায় ১৯৭২ সালে বাংলাদেশ স্কাউটস আন্দোলন শুরু হলেও ১৯৭৪ সালে বাংলাদেশ বিশ্ব স্কাউটস এর ১০৫ তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করেন। এবার বাংলাদেশে চতুর্থ বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হচ্ছে।
‎আলোচনায় উপস্থিত বক্তব্য রাখেন মো. সুলতান সালাহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও ও উপজেলা কমিশনার স্কাউটস হরিপুর উপজেলা । আরো উপস্থিত ছিলেন মো. মাজেদুর রহমান সাজু সা. সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, হরিপুর উপজেলা, মো. মোস্তাফিজুর রহমান লিটন যুগ্ম সম্পাদক, মো. রিয়াজুল ইসলাম স্কাউটস লিডার, হরিপুর মোতাহার হোসেন উপজেলা কাব লিডারসহ বিভিন্ন বিদ্যালয়ের ইউনিট লিডার ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

‎গোলাম রব্বানী,
‎হরিপুর-ঠাকুরগাঁও।
‎০৮.০৪.২০২৫ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter