আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ীর পাশে ডোবার পানিতে ডুবে নোমান আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট সিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নোমান আলী ছোট সিংগিয়া গ্রামের বীজ ব্যবসায়ী নজিব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, উঠানে খেলা করছিল নোমান। পরিবারের লোকজনের অগোচরে বাড়ীর পাশে ডোবায় পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা শিশুটিকে ডোবায় মৃত অবস্থায় ভাসতে দেখতে পান। এ ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।