‎হরিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার



মো,গোলাম রববানী( এম)
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ


‎”এসো দেশ বদলায় পৃথিবী বদলায়” এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (২৬ শে জানুয়ারী) অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন  মো. আরিফুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর,ঠাকুরগাঁও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জাকারিয়া মন্ডল অফিসার ইনচার্জ (ওসি) হরিপুর,ঠাকুরগাঁও,মো, জামাল উদ্দিন, সভাপতি, উপজেলা বিএনপি হরিপুর ঠাকুরগাঁও,মো. রমিজউদ্দিন আহম্মেদ, সেক্রেটারি, জামায়াত ইসলামী বাংলাদেশ, হরিপুর-ঠাকুরগাঁও,
‎মো. রায়হানুল হক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ও ছাত্র-ছাত্রীগণ।

‎অনুষ্ঠানে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালার বক্তব্যে জিন্নাতুন নাম এক ছাত্রী দাবি করেন, হরিপুর হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নতকরণ  ও শ্রীঘ্রই সিজার চালু করতে হবে।
‎বৈষম্য বিরোধী ছাত্র জাহিদ হাসান বলেছেন, যাদুরাণী কমিউনিটি ক্লিনিকের আর্বজনা সরাতে হবে, তিনি আরও বলেন, আমরা এলাকার সুধী মহল সহ সকলে মিলে বাংলাদেশকে একটি উন্নত মানের দেশ হিসেবে গড়ে তুলতে হবে।যেখানে সকলের বাক স্বাধীনতা থাকবে।
‎লিপি আক্তার বলেন, হরিপুরের ভূমি অফিস গুলো দুর্নীতি মুক্ত করনে প্রশাসনের সুদৃষ্টি কামনা, ভাঙ্গা রাস্তাঘাটের মেরামত ও হরিপুরের উন্নয়ন  বিষয়ে কথা বলেন।
‎তাপস কুমার দাস বলেছেন, মাদক মুক্ত হরিপুর উপজেলা চাই, আধুনিকায়ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য করে ছাত্র-ছাত্রী শিক্ষিত ও তারুণ্যের মতামতকেও প্রাধান্য দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter