পঞ্চগড়ের প্রান্তিক কৃষকদের কথা শুনছেন ব্যারিস্টার নওশাদ জমির

শেয়ার

পঞ্চগড় প্রতিনিধি:
দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের বিভিন্ন গ্রাম্য এলাকা ও হাটবাজারে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন কৃষকদের সাথে কুশল বিনিময়, কৃষকদের বঞ্চনা ও সুখ দুঃখসহ মতবিনিময় করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি, শিলাইকুটিসহ বিভিন্ন হাটবাজার ও বিভিন্ন ইউনিয়ের গ্রাম্য এলাকায় গিয়ে প্রান্তিক কৃষকদের খোঁজ খবর নেন তিনি৷ এসময় তিনি স্থানীয় মানুষসহ তার দলীয় নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করেন।

সরেজমিনে জানা যায়,পঞ্চগড় দেশের শেষ প্রান্তের জেলা হওয়ায় আর্থ সামাজিকসহ বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। দীর্ঘ ১৭ বছরে হয়নি তেমন এ জেলার নিম্নের মানুষদের ভাগ্যের উন্নয়ন। সবচেয়ে বেশি অবহেলিত ও সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সাধারণ কৃষকরা। পাননি তারা তাদের ফসলে নায্য মূল্য। পাননি সরকারি কোনো সুযোগ-সুবিধা। তাই এসব অবহেলিত, সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত প্রান্তিক পর্যায়ের বিভিন্ন কৃষকদের কাছে গিয়ে সুখ দুঃখের কথা শুনছেন এই বিএনপি’র নেতা। পাশাপাশি এসব অবহেলিত প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহযোগিতা করারও কথা জানান তিনি। এছাড়াও অত্যন্ত অঞ্চলের নির্যাতিত, নিপীড়িত নিষ্পেষিত ও অসুবিধা বঞ্চিত কৃষকদের অধিকার আদায়ের জন্য কাজ করা প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে বিএনপি’র এই নেতার উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, দীর্ঘ ১৭ বছর ধরে তাদের পাশে কোন নেতা কিংবা জনপ্রতিনিধি তাদের দরজায় এসে এভাবে আপন মানুষ হয়ে কাছে এসে খোঁজখবর রাখেননি।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন,বিএনপি মানুষের অধিকার নিয়ে কথা বলে। দীর্ঘ ১৭ বছর ধরে আমার পঞ্চগড়ের এসব প্রান্তিক পর্যায়ের কৃষক সহ সাধারণ মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। সেভাবে তাদের খোঁজখবর কেউ রাখেনি। তাই আমি এসব অবহেলিত প্রান্তিক কৃষকদের কাছে গিয়ে তাদের না বলার,আর্তনাদ ও অধিকার থেকে বঞ্চিত হওয়ার কথা শোনার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নের বার্তা তিনি সহ তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেয়ার কথাও জানান তিনি।

এ সময় তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter