ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শীতার্ত মাইক্রোবাস চালকদের মধ্যে কম্বল উপহার দিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি নুর-ই শাহাদাত স্বজন।
রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলার মাইক্রো স্ট্যান্ড এর সামনে মাইক্রো চালক ও পরিবারদের মদ্যে কম্বল তুলে দেন তিনি।
বিএনপির এই নেতা জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে ঠাকুরগাঁও জেলার মাইক্রোবাস সমিতির ব্যবস্থাপনায় কম্বলগুলো উপহার জিসেবে দেয়া হয়েছে। এছাড়াও যেসব ছিন্নমূল মানুষ সেখানে উপস্থিত ছিলো তাদেরও দেয়া হয়েছে।
এছাড়াও সমাজের বিত্তবান মানুষদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান করেন তিনি।
এ সময় মাইক্রোবাস মালিক সমিতির অন্যান্য নেতা ও অসুসারীগণ উপস্থিত ছিলেন।