আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফুলবাবু (২৬) নামে এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি পৌর শহরের মধ্যভান্ডারা এলাকার
রংপুরিয়া বস্তির মৃত নাজির হোসেনের ছেলে।
গত বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি সাজাপ্রাপ্ত ফুলবাবুকে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।