হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
”জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে (১৫ জানুয়ারি বুধবার-২০২৫) উপজেলা পরিষদের হলরুমে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ সামসুল হক,উপজেলা একাডেমি সুপারভাইজার হরিপুর ঠাকুরগাঁও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব হরিপুর ঠাকুরগাঁও, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ও ছাত্র-ছাত্রীগণ ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট ও শ্রেষ্ঠ
ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার প্রদান করেন মো. আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হরিপুর ঠাকুরগাঁও।।