ঠাকুরগাঁও প্রতিনিধি- সাধারণত একজন রোগীর সবচেয়ে ভরসা, বিশ্বাস আর ভালো বন্ধু হন একজন চিকিৎসক। অসুস্থতার সময় একজন চিকিসকই একটা রোগীর কাছে হয়ে উঠে সবচেয়ে আপনজন। সুস্থ্য হয়ে উঠার পর চিকিৎসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশেরও কমতি রাখেনা রোগী ও স্বজনেরা। কিন্তু ঠাকুরগাঁও ২৫০ শয্যার হাসপাতালের এক চিকিৎসকের বদলির খবরে দেখা যাচ্ছে উল্টো চিত্র।
সম্প্রতি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: তোজাম্মেল হকের বদলি জনিত আদেশ হয়েছে। ঠাকুরগাঁও থেকে তাকে বদলি করা হয়েছে নীরফামারিতে। খবরে সত্যতা যাচাই করতে হাসপাতালে যায় এ প্রতিবেদক। এসময় চিকিৎসকের বদলির খবর শোনানো হয় কয়েকজন রোগী ও স্বজনকে। এসময় এ চিকিৎসকের বদলির খবর শোনা মাত্রই হাস্যোজ্জ্বল মুখে এই প্রতিকের দিকে তাকিয়ে তারা বলেন, এতদিন পর বদলি কেন? তার বদলি তো আগেই করা উচিৎ ছিলো। উনি হাসপাতালের চিকিৎসক নাকি শাসক বোঝার উপায় নেই।
রোগীর স্বজন রকি ঘোষ বলেন, একজন চিকিৎসক মানবিক হবেন, নরম হবেন, গরীব ধনীর ভেদাভেদ না করে চিকিৎসা পরামর্শ দিবেন এটাই আমরা আশা করি। কিন্তু এই চিকিৎসকের সাথে কথা বলার চেয়ে হয়তো আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলা সহজ। আমরা এ চিকিৎসকদের মাঝেওসংস্কার প্রত্যাশা করি স্বাদীন দেশে।
রোগী সুজন পাঠান বলেন, উনি রোগীকে ধমক দেন কেন সেটাই বুঝতে পারিনি আজও। তার ব্যক্তিগত চেম্বারে টাকা দিয়ে চিকিৎসা পরামর্শ নিতে গিয়েও ধমক খেয়েছি। বিশেষ করোনার সময় মানুষের সাথে এত দুর্ব্যবহার পেয়েছি তা মুখে না বলি। আশা করি যেখানে বদলি হয়েছেন সেখানে রিজেকে ক্ষমতাধর না মনে করে যেন ভালোমতো চিকিৎসা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালেে এক কর্মকর্তা বলেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। স্বাস্থ্য বিভাগ তদন্ত করুক। ডা: তোজাম্মেল কি তা ডিপার্টমেন্ট পরিস্কার হয়ে যাবে। আমার মতে এই চিকিৎসকের এমন আচরণ বদলাতে না পারলে তিনি ক্ষতিগ্রস্থ্য হবেন।
এই কর্মকর্তা জানান দুর্নীতিগ্রস্থ সাবেক এমপি রমেশ সেন এর পোষ্য পুত্র খ্যাত ডাঃ তোজ্জামেল হক ( মেডিমিন বিশেষজ্ঞ) ২০০৭ সাল হতে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। উক্ত সময়ে টেন্ডার বাণিজ্য সহ হাসপাতালের সকল বিষয়ে রমেশ সেনকে অনৈতিকভাবে সহযোগিতা করে যেতেন। তার দুদান্ত দাপটে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ছিল ভীত-সন্ত্রস্ত।
তিনি আরও বলেন, এই চিকিৎসকের অনুমতি ব্যতীত হাসপাতালের একটি ফাইল নড়াচড়া হতো না ঠাকুরগাঁও জনমানুষের দাবি ডাক্তার মোজাম্মেল হক যেন ঠাকুরগাঁও সদর হাসপাতালে পুনরায় বদলি হয়ে না আসতে পারে।
হাসপাতালে আধিপত্য ও সাবেক সংসদ সদস্যের সাথে সম্পর্কের অপব্যবহার করে হাসপাতালে প্রভাব খাটানোর বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রাজি হননি। মুঠোফোনেও কথা বলবেননা বলে সরাসরি জানান।