গোলাম রব্বানী (বিএসসি)/হরিপুর
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রবিবার (২৯ ডিসেম্বর/২৪) বিকালে যাদুরানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহাফুজ আলম। শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে মাহাফুজ বলেন, ক্যারিয়ারে সফলরা কিভাবে ভালো জায়গায় গিয়েছে তাদের গল্পগুলো শোনা ও জানা দরকার। তাহলে লক্ষ্য অর্জনে সফল হওয়া সহজ হবে। সে লক্ষ্যেই হরিপুর নবদিগন্ত ফাউন্ডেশন শিক্ষা সেমিনার আয়োজন করেছে, যা শিক্ষার্থী ও সফলদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে। এছাড়াও, ফাউন্ডেশন সম্পর্কে মাহাফুজ বলেন, শিক্ষা,সেবা,ক্রীড়া ও উন্নয়ন এই চারটি মূলনীতিকে সামনে রেখে কাজ করার জন্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করে হরিপুর নবদিগন্ত ফাউন্ডেশন। উপজেলার অগ্রসর ও আলোকিত মানুষ তৈরি করতে চায় হরিপুর নবদিগন্ত ফাউন্ডেশন। বিভিন্ন সময়ে শিক্ষা সেমিনার, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, যুবসমাজকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে পরিত্রাণ দিতে ক্রীড়ায় আগ্রহী করাসহ নানা ধরনের কর্মসূচি পালন করিতেছে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, মেডিকেল কলেজ শিক্ষার্থী জিয়াউর রহমান, সোহাগ খান। হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবেল রানা,ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহাবুব হোসেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম লিটন, সহকারী শিক্ষক মাহতাব উদ্দিন প্রমুখ।
সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম আটজন শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণামূলক নবদিগন্ত ফাউন্ডেশনের লোগোযুক্ত বই ও কলম পুরস্কার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকা।