শার্শায় যশোর মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি

শেয়ার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রথম বারের মত পালিত হলো যশোর মুক্ত দিবস। আজ ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার সময় সরকারী শার্শা পাইলট মাধ্যমিক বিদ‍্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এরপর দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টার সময় র‌্যালীটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে যেয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও উপজেলা সহকারী কমিশনার ভুমি নুসরাত ইয়াসমিনসহ মুক্তিযোদ্বা নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন। এছাড়া আজ দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter