জুলাই -আগষ্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত।

শেয়ার

মো,গোলাম রববানী (এম)
হরিপুর (প্রতিনিধি) ঠাকুরগাঁও।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে হরিপুর উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০শে নভেম্বর/২০২৪ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ
সভাকক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে।আগামীর এই বাংলাদেশের কোন বৈষম্যের ঠাঁই হবে না।বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো, আরিফুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো, রুবেল হোসেন, উপজেলা পশু পালন কর্মকর্তা, মো, রুবায়েত রেজা, একাডেমিক সুপারভাইজার মো, শামসুল হক ও , উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও হরিপুর থানা অফিসার ইনচার্জ, মো, জাকারিয়া , ওসি তদন্ত মো,শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপি’র ও জামায়াত ইসলামের সদস্যরা সহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ।

অন্যদিকে স্মরণ সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter