এক সপ্তাহ পর বেনাপোল থেকে  দূরপাল্লার পরিবহন চলাচল শুরু

শেয়ার

বেনাপোল প্রতিনিধি :

অবশেষে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে এক সপ্তাহ পর সব ধরণের দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বেনাপোল থেকে দূরপাল্লার সবধরনের পরিবহন চলাচল শুরু হয়েছে। 

উল্লেখ্য, গত ২২ নভেম্বর শুক্রবার থেকে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ ছিল। 

পরিবহন নেতারা জানান, নৌ-পরিবহন উপদেস্টা ও স্থলবন্দর চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব এসি বাস চলাচল করবে। 

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করেন। স্বাভাবিক ভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সাথে মতের বিরোধ তৈরী হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে পরিবহন মন্ত্রণালয় এবং স্থলবন্দর চেয়ারম্যানের সাথে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হয়ে সকল এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করা হয়েছে। 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিত ভাবে এসি বাস চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter