হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো, আরিফুজ্জামান’র সভাপতিত্বে বুধবার (২৭ নভেম্বর/২৪ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) মো,শরিফুল ইসলাম শরিফ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা, ডাঃ মোঃ, শামীমুজ্জামান, মোঃ, রায়হানুল হক মিআ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো, সেলিম রেজা তালুকদার-সভাপতি, উপজেলা দুর্নীতি দমন কমিটি, সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো, শরিফুল ইসলাম শরিফ বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ।
বিজিবির কমান্ডার বলেন, বর্ডার এলাকায় উঁচু জাতের ফসল চাষাবাদ করা না হয়। তিনি আরও বলেন বর্তমানে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটার বিষয়ে সমস্যা আছে। তিনি চেয়ারম্যানগণের কাছে এবিষয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।