জায়গা-জমি জেরে বাঙ্গালী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, আদিবাসী নিহত-১, উভয় পক্ষের আহত ১৪

শেয়ার


মো,গোলাম রববানী,(M)
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

৫০ বছর ধরে হরিপুর উপজেলায় কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে ধরে ২৭-১১-২০২৪ ইং তারিখ রোজ বুধবার দুপুর ১২ ঘটিকায় কারীগাঁও মৌজায়, ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর ও দামোল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে দাবি কৃত জমি ঘর নির্মাণ করছিল। অপরপক্ষ হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন এর কারীগাঁও মৌজায় স্থানীয় বাঙালী সম্প্রদায়ের ভূমিহীন লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করে। এতে এক পক্ষ দেশীয় ধারালো অস্ত্র ও অপর পক্ষ আদিবাসী সম্প্রদায়ের দেশীয় তীর ধনুক , হাসুয়া,বল্লম, নিয়ে সংঘর্ষে লিপ্ত এতে আদিবাসী সম্প্রদায়ের কানদন সরেন,(৫৫) পিতা,রেন্টু সরেন গ্রাম শিহিপুর ঘটনাস্থলে মৃত্যু হয়।উভয় পক্ষের ১৪ জন আহত হয়।
আহতরা স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে হলো,১,) পবিরুল ইসলাম( ৪০), পিতা, আ,রহিম: পেটে তীর বিদ্ধ হয়, ২, নুর ইসলাম পিতা, বাজু মোহাম্মদ, সাইড পেটে তীর বিদ্ধ হয় ৩,) জাহেদুল (২৫)ইসলাম,পিতা,সলিম উদ্দিন, পায়ে তীর বিদ্ধ হয়, ৪) মো,আসিক(১৮) পিতা,মো,জাহাঙ্গীর আলম,কাচঁ পেটে তীর বিদ্ধ হয় ৫,) জাহাঙ্গীর আলম, পিতা, মো,ইব্রাহিম আলী, বুকে তীর বিদ্ধ হয় ৬,)হবিবর রহমান, পিতা, লাল মোহাম্মদ, ৭),মো শফি পিতা,পীর মোহাম্মদ, সকলের ঠিকানা কারীগাঁও, হরিপুর ৮), মো,ইসমাইল,(৩০) পিতা, দেলোয়ার হোসেন, গ্রাম, হরিপুর সকলের উপজেলা হরিপুর। উভয় পক্ষের গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর রেফার্ড করে দেওয়া হয়।

আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন ১) সুসিলা সরেন স্বামী ঘটনা স্থলে নিহত কানদন সরেন,২), মরিয়ম সরেন স্বামী, লক্ষিরাম হাসদা, ৩),শনিরাম হাসদা পিতা,ধনি হাসদা, সকলে শিহিপুর ও দামোল গ্রামের বাসিন্দা। উপজেলা হরিপুর জেলা ঠাকুরগাঁও।

জমির সংক্ষিপ্ত বিবরণ, সি এস রেকর্ডীয় মালিক ছিলেন,১) বিনোদন মুরমু ২) মসু হাসদা, খতিয়ান নং ১১৫ ও ১১৭ দাগ নং,-১১৬,১১৮,১১৪,১১৯,১২২,১২১, জমির পরিমাণ ৩৯ বিঘা,
এস এ খতিয়ানে রেকর্ডীয় মালিকের নামে উল্লেখ রয়েছে, অনিল কুমার কন্ডু ও সুনীল কুমার কন্ডু পিতা,সুশীল কুমার পাবনা চাটমোহর উপজেলা, জেলা-পাবনা,
উল্লেখিত জমির মালিকানা দাবী করেন বুধু হাসদা, ,সুলীল হাসদা, পিতা,ধনি হাসদা, গ্রাম, দামোল উপজেলা হরিপুর ঠাকুরগাঁও,
ঘটনা সুত্রে জানা যায়, এস এ খতিয়ানের মালিক ব্যাক্তি দীর্ঘদিন অনুপস্থিতি কারণে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করলে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বুধু হাসদা বাংলাদেশ সরকারের বাহাদুরের বিরুদ্ধে আদালতে মালিকানা দাবি করে মামলা রুজু করে। দীর্ঘদিন মামলা চালিয়ে মামলার রায় পান, অপরদিকে সরকার বাহাদুর মামলা হাইকোর্ট আপিল করেন।এর মধ্যে সরকার বাহাদুরের সাথে যোগাযোগ করে স্থানীয় ভূমিহীন লোকজন ৪০ বছর ধরে জমি চাষাবাদ করে।
হরিপুর থানা ডিউটি অফিসার কে জিজ্ঞেস করা হলে, তিনি জানান, ঘটনা সম্পর্কে ট্রিপল নাইনে খবর পেয়ে লোক পাঠানো হয়েছে, এখন কোন লিখিতভাবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter