হরিপুর উপজেলা প্রতিনিধি :
হরিপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামের এক শিশুর মৃত্য হয়।
ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নের মেদিনী সাগর লুহাকাচি গ্রামে চলাচলের পাকা রাস্তায় অটো চার্জার গাড়ীর সাথে ধাক্কা লেগে হাসান আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনা স্থানে গিয়ে জানা যায়, মেদিনী সাগর লুহাকাচি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মৃত্যু হাসান আলী বয়স(৫) বছর আনুমানিক, মৃত্যু হাসান আলী মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে রাস্তা পারাপারের সময় হঠাৎ রাস্তায় একটি অটো চার্জার গাড়ি দ্রুত এসে শিশু বাচ্চাটিকে ধাক্কা দিলে মাথা হাত ও পায়ে এবং বুকের মধ্যে গুরুতর জখম হয় পরে শিশু বাচ্চাটিকে বনগাঁও বাজারে পল্লী চিকিৎসক কাছে নিয়ে যায়,ডাক্তার দেখে বলেন শিশু বাচ্চাটি মারা গেছেন।