আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করার দায়ে করাতকল মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও এ্যাসিল্যান্ড মোহাম্মদ আরাফাত হোসাইন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত করাতকল মারিক মোখলেস (৩০) উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে। বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের কাচকালী বাজারের উত্তরপার্শ্বে র্দীঘদিন ধরে লাইসেন্স বিহীন করাতকল চালিয়ে আসছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক এ্যাসিল্যান্ড মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করার দায়ে করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের রায় দেওয়া হয়েছে। জরিমানার টাকা দিয়ে করাতকল মালিক লাইলেন্সের জন্য এক মাসের সময় চেয়েছেন ভ্রাম্যমান আদালতের নিকট। সময়ের মধ্যে লাইসেন্স না করলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।