বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও পরিবহন ব‍্যবসা সংশ্লিষ্ট ব‍্যবসায়ীবৃন্দ, স্থানীয় ক‍্যাব প্রতিনিধি এবং অন‍্যান‍্য প্রতিষ্টানের কর্মকর্তাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিজ্য মন্ত্রনালয়ের অধীন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আক্তার খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকরা ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুন কবির তরফদার বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাসেল মিয়া।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। এরপর জুলাই/২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter