আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
পরে দিবসটি উপলক্ষ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, রাণীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ।
সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের
সঞ্চালনায় অতিথির মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী, এডুকো প্রকল্প অফিসার মোতাহার হোসেন,যুব উদ্যোক্তা সাঈদ হোসেন,
সমন্বয়ক তারেক, অনামিকা, সাংবাদিক মোবারক আলী, হুমায়ুন কবির,অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন, যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মীসহ্
প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের মাঝে
বিভিন্ন ক্যাটাগরীতে ক্রেস্ট প্রদান, ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।