আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেবিভিন্ন হোটেল মালিক,ব্যাবসায়ী,বাজার কমিটির সদস্যদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রজব আলী, বনিক সমিতির সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক ইফতেখার হোসেন, শিবদীঘি বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বাকী, সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম, হোটেল মালিক নিমাই চন্দ্র প্রমুখ।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, রাণীশংকৈল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে আইনগত সকল পদক্ষেপ নেয়া হবে। তিনি সকল ব্যবসায়ীক মহলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন করলে সবোর্চ্চ এক লাক টাকা জড়িমানা ও এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।