মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাব (পুরাতন) এর নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটি ।
শনিবার (১৯অক্টোবর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কুশমত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদস্য সোহরাব হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন,সদস্য জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম সুজন, হযরত আলী, জাহাঙ্গীর আলম, খালিদ মাহমুদ সুজন, আবু জাফর, মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিগত বছরের প্রেসক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক নথিপত্র বুঝে নেন নতুন কমিটি। সেইসাথে নতুন কমিটিকে সকলেই মিলে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও সম্পাদক হুমায়ুন কবির তাদের বক্তব্য বলেন,আগামী দুই বছর দায়িত্বে থাকাকালীন আমরা প্রেসক্লাবের উন্নয়নে সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি।