হরিপুরে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাবানা সম্পাদক আয়েশা সিদ্দিকা

শেয়ার

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে শাবানা পারভিন ও সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ই অক্টোবর) বিকাল পৌনে পাঁচটায় হরিপুর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরিপুর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবানা পারভীন।

সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিশ। গেস্ট অফ অনার হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-০২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা মহিলা দলের সম্পাদক নাজমা পারভীন হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন ও সম্পাদক আবু তাহের প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৬ জন কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে তারা উভয়ে পৃথক পৃথকভাবে ১০ ভোট করে পেয়ে সভাপতি পদে সাবানা পারভিন সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter