রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

শেয়ার

 মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক এক প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। 

পরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্ব আলোচনা সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতি ছাড়াও বক্তব্য দেন- ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাছিম ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাব (পুরাতনের) সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী।

এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব (পুরাতন) আহব্বায়ক কুসমত আলী, সাংবাদিক লেমন সরকার,  ইএসডিওর কর্মকর্তা রাশিদুজ্জামান রাসেল, সিএন এসপি সুরাইয়া, মৌসুমি, আদিবাসি সমিতির সহ-সভাপতি শান্ত পাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter