নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশের পিতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন।
গতকাল বুধবার দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে, নাতী নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নেকমরদ গরুহাটি প্রয়াত আনারুলের মিল চাতাল এ মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হবে।
তাঁর মৃত্যুতে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ জেলা ও উপজেলার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।