ঠাকুরগাঁও‌য়ে বজ্রপাতে আরও একজনের মৃত্যু, ২ দিনে প্রাণ গেল ৪ জনের

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও‌য়ে বিলে মাছ ধরতে গিয়ে আরও একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদ‌রের গুঞ্জরগড় গ্রা‌মে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া কালাম মিয়া (৪৬) ওই এলাকার বা‌সিন্দা। এ নি‌য়ে গত ১২ ঘণ্টার ব্যবধা‌নে এ জেলায় বজ্রপাতে চারজ‌নের মৃত্যু হয়।

নিহত কালাম ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

কালাম মিয়ার প্রতিবেশী এম এ সালাম রু‌বেল বলেন, আজ দুপুরে কালাম‌ মিয়া পার্শ্ববর্তী এলাকায় বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তি‌নি আহত হন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়া‌কে মৃত ঘোষণা করেন।

এর আগে গত মঙ্গলবার সকালে বজ্রপাতে গড়েয়ায় শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৭) ও একই এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) নিহত হয়। বজ্রপাতের এ ঘটনায় আহত হয় আরো ৯ জন।

ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম বলেন, এর আ‌গে গত মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে তিনজ‌নের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। দগ্ধদের মধ্যে ছয়জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter