আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ফয়সাল আহাম্মেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক নাজমুল আহত হয়।
বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর শহরের রেল ক্রসিং এর পূর্বে এ দূর্ঘটনা ঘটে।
ফয়সাল ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের বেলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, ফয়সাল ও নাজমুল মোটর সাইকেলে করে শহরের পূর্ব চৌরাস্তা থেকে পশ্চিম চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রক্টর ট্রলির নিচে পড়ে যান তারা। এতে ট্রলির চাকায় পিষ্ট হয় ফয়সাল। তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মোটরসাইকেল চালক নাজমুল আহত হয়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।