ছড়া সততা

শেয়ার


সততা একটি শ্রেষ্ঠধন,
সততাই সর্বোচ্চ সন্মান,
সত পথের পথিক সমাজে চীর মহান।
সৎ কর্ম,সৎ কড়ি,সৎ উপার্জনে চাই সৎ উপায়ে অন্ন ভক্ষণ।
সাধু,মনিষী,সৎ কর্মশীল যারা সৎ পথে উপার্জন করেন তারা।
মোরা করবো পন সকলের তরে,
এমন জীবন গড়বো মোরা মরনের পরে ও যেন
মোদের সবাই স্মরণ করে।

মোঃ মোজাফ্ফর আলী
সহকারী শিক্ষক ৫ নং সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter